ঢাকা, ২২ এপ্রিল, ২০২৫
সর্বশেষ:

লেফটেন্যান্ট জেনারেল পদে প্রমোশন মেজর জেনারেল শফিউদ্দিনের 

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩:৩৪, ২৬ আগস্ট ২০১৯  

লে. জেনারেল শফিউদ্দিন আহমেদ এনডিইউ, পিএসসি               ছবি: আইএসপিআর

লে. জেনারেল শফিউদ্দিন আহমেদ এনডিইউ, পিএসসি ছবি: আইএসপিআর

সরকার মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এনডিইউ, পিএসসি-কে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়েছে। রবিবার (২৫ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সে পদাতিক কোরে কমিশন লাভ করেন এস এম শফিউদ্দিন আহমেদ। লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন আহমেদ ইতোপূর্বে একটি পদাতিক ব্যাটালিয়ন, বিএমএতে ব্যাটালিয়ন কমান্ডার, একটি পদাতিক ব্রিগেড ও সেনাসদর প্রশিক্ষণ পরিদফতরের পরিচালক পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০১২ সালে ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে তিনি মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

পদোন্নতির আগে জিওসি ও এরিয়া কমান্ডার, লজিস্টিকস এরিয়া হিসেবে নিয়োজিত ছিলেন এস এম শফিউদ্দিন। লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পদোন্নতিপ্রাপ্ত হয়ে বর্তমানে জিওসি, আর্টডক হিসেবে নিয়াগপ্রাপ্ত হয়েছেন।

নিউজওয়ান২৪.কম/এএ

আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত